শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ১১:০২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় বিদেশি শিক্ষার্থী নিহত

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: [২] চট্টগ্রামে পতেঙ্গা আউটার লিংক রোডের সড়ক বিভাজকের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে লাউসের নাগরিক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার রাত একটার দিকে  লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
[৩] পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বলেন, মধ্যরাতে সড়ক বিভাজকের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দুইজন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
[৪] তিনি আরও বলেন, পাজেরো গাড়িটির সামনের চাকা বাস্ট হওয়ার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে ধাক্কা লাগে বলে ধারণা করছি। নিহত ওই বিদেশি শিক্ষার্থী ছাড়া অন্য দুই জন বাংলাদেশি। তারা সম্পর্কে ভাই- বোন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: কামরুজ্জামান
 
প্রতিনিধি/এনএইচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়