শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ১১:৪১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

মো. শামীম হোসাইন, তারাকান্দা (ময়মনসিংহ): উপজেলার কোদালধর বাজার হিমালয় ফিলিং ষ্টেশন সংলগ্ন যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৬ জন। 

[৩] মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

[৪] ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

[৫] স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঢাকা অভিমুখী বাসটির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে মুখোমুখি হয়। এতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন দুটি বাস উল্টে খাঁদে পড়ে আছে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে থানা পুলিশ।

[৬] তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালধর বাজারের কাছে পৌছলে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়েছে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়