শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:০৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার উইন্ডোজও হোয়াটসঅ্যাপের অডিও-ভিডিও সুবিধা 

উইন্ডোজও হোয়াটসঅ্যাপ

মাজহার মিচেল: মেটা ও হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব প্লাটফর্মের এক ব্লগ পোস্টে সম্প্রতি এ ঘোষণা করেছে। এতে বলা হয়, এটি দ্রুত লোড হবে এবং আইওএস ও অ্যান্ড্রয়েডের মতোই অনুরূপ ইন্টারফেস রয়েছে। এর নতুন সংস্করণ ডেস্কটপ ব্যবহারকারীদের ৮ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল এবং ৩২ জনের সঙ্গে অডিও কল করা যাবে। পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়বে বলেও জানায় মেটা।

ব্লগ পোস্টের বরাদ দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কলে ব্যবহারকারীদের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ সম্প্রতি গ্রুপগুলোর জন্য দুটি নতুন ফিচার ঘোষণা করেছে। ফলে এখন গ্রুপ অ্যাডমিনদের আরো সুরক্ষা দেবে। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য গ্রুপ নেভিগেশন সহজ হবে।
 
প্রযুক্তি নির্ভর এক গণমাধ্যম গেজেট ৩৬০ জানিয়েছে, আগামী দিনে ম্যাক ব্যবহারকারীদের জন্য অনুরূপ সংস্করণ প্রকাশ করা হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের নতুন ম্যাক ডেস্কটপ সংস্করণ বিটা পরীক্ষামূলক রয়েছে।

নতুন সংস্করণ ‘কল শিডিউল’ সুবিধাও সমর্থন করবে। ফলে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। এর ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও ফোনে রিং বাজবে না।

ভারতীয় গণমাধ্যম দি হিন্দু তাদের এব প্রতিবেদনে বলেছে যে বর্তমানে মাল্টিডিভাইস সুবিধা কাজে লাগিয়ে ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। একাধিক ফোনে এক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালুর জন্যও কাজ করছে হোয়াটসঅ্যাপ। 

ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করে ফিচারটি পেতে পারেন। একবার আপডেট হয়ে গেলে, আপনি চ্যাট বক্সে অ্যান্ড্রয়েড বা আইওএস-এ হোয়াটসঅ্যাপ অ্যাপে উপলব্ধ কল আইকনের মতো একটি ‘কল বিকল্প’ অপশন দেখতে পাবেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়