শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তে অক্সিজেনের মাত্রা

স্মার্টফোন ব্যবহারে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়

প্রতীকী ছবি

প্রযুক্তি ডেস্ক: রক্তে অক্সিজেনের মাত্রা সঠিকভাবে নির্ণয় করতে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। সাম্প্রতিক কিছু গবেষণায় বিষয়টি উঠে এসেছে। তবে এর মাধ্যমে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব না। ২০২০ সালে এ উদ্দেশ্যে কয়েকটি অ্যাপসও তৈরি করা হয়েছে। পরে অবশ্য প্লে স্টোর থেকে অ্যাপসগুলো তুলে নেয়া হয়। কারণ রক্তে অক্সিজেনের মাত্রা নিরূপণে অ্যাপসগুলো কতটুকু সঠিক তথ্য প্রদান করছে তা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। বণিক বার্তা

গ্যাজেটসনাউয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কয়েকজন গবেষক মিলে সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণায় স্মার্টফোন দিয়ে অক্সিজেনের মাত্রা নির্ণয়ে প্রাসঙ্গিকতার বিষয়টি উঠে এসেছে। স্মার্টফোনের ক্যামেরা ও ফ্ল্যাশ মডিউল ব্যবহার করে রক্তে অক্সিজেনের সম্পৃক্তির পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা যায়। এর অর্থ হলো, স্মার্টফোন ব্যবহার করে মানুষ আরো সঠিকভাবে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে পারবে। প্রক্রিয়াটি কীভাবে কাজ করে সে প্রশ্নে গবেষকরা বলেন,  ব্যবহারকারীরা গুগল নেক্সাস ৬পির ক্যামেরা ও ফ্ল্যাশ সেটআপে নিজেদের আঙুল রাখবেন এবং আঙুলের ভেতর দিয়ে যখন বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে, তখন ফ্ল্যাশটি সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়