ফেসবুকের নতুন আপডেটে কনটেন্ট মনিটাইজেশন চালু করার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। সম্প্রতি ফেসবুক জানিয়েছে, মাত্র দুইটি শর্ত পূরণ করলেই ব্যবহারকারীরা তাদের পেজের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারবেন।
১. ভিডিও ভাইরাল করা:
•লং বা শর্ট যেকোনো ভিডিও হতে পারে।
•ভিডিও ভাইরাল হলে ফেসবুকের নজরে আসে, পেজের ফলোয়ার ও ওয়াচ টাইম বৃদ্ধি পায়।
•ভাইরাল ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বাড়লে কনটেন্ট মনিটাইজেশন প্রায় নিশ্চিত।
২. নিয়মিত সক্রিয় থাকা:
•প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে।
•নিয়মিত আপডেটের মাধ্যমে পেজ ‘অ্যাক্টিভ’ হিসেবে ফেসবুকের কাছে দেখা যায়।
•সক্রিয় পেজ দ্রুত মনিটাইজেশন সুবিধা পায়।
ফেসবুক বিশেষজ্ঞরা উদাহরণ হিসেবে দেখাচ্ছেন, যারা মাত্র একটি ভাইরাল ভিডিও করেছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করছেন, তাদের পেজে কনটেন্ট মনিটাইজেশন দ্রুত চালু হয়েছে।
এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ফেসবুক পেজ থেকে আয়ের সুযোগ পেতে পারবেন। সূত্র: দৈনিক জনকণ্ঠ