শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করেন এরশাদ 

মো. এরশাদ উদ্দিন

ওমর ফারুক ফেসবুক থেকে: এই ভদ্রলোকের নাম মো. এরশাদ উদ্দিন। একটি এগ্রো ফার্মের মালিক। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামে। তিন বছর ধরে প্রতি রমজান মাসে একটি মহৎ কাজ করে যাচ্ছেন তিনি। 

রোজার প্রথম দিন থেকে পুরো মাস তার এলাকার গরীব মানুষের কাছে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করেন তিনি। প্রতিদিন প্রায় ৭০ লিটার দুধ তিনি এই দামে বিক্রি করবেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, রোজার সময় লোকজন একটু ভালোমন্দ খেতে চায়। সবাই চায় অন্যান্য খাবারের পাশাপাশি পাতে খানিকটা দুধও থাকুক। দুধ শরীরের জন্য খুব উপকারী। কিন্তু দুধসহ সব কিছুর দামই তো আকাশছোঁয়া। ইচ্ছা থাকলেও সবাই দুধ কিনতে পারবে না। এসব বিষয় ভেবে এবারের উদ্যোগটি আমি বড় করে নিয়েছি।

দুধের দাম ধরা প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা দুধ নেবেন, তাঁদের মনের মধ্যে যেন এ নিয়ে কোনো দ্বিধা বা সংকোচ না থাকে—এ কারণেই দুধের দাম ধরা হয়েছে। এটি দয়া বা দানের পর্যায়ে পড়বে না।  

যেখানে রমজান মাস এলেই আমদের দেশের ব্যবসায়ীদের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। সেখানে এই মানুষটির এই মহতী উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার। 
শ্রদ্ধা জানাই এই ভালো মানুষটিকে।

ওএফ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়