শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল নিয়ে মগ্ন রয়েছে দেশি খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার দশম আসরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের ফ্লাইটে লঙ্কানদের ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে শ্রীলঙ্কার বহরে এসেছেন ২৭ জন খেলোয়াড়। 

বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ও সিলেটে যাবেন। তবে বিপিএলের ফাইনালে যারা খেলছেন, তারা ফাইনাল ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। -প্রথম আলো

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।

ওডিয়াই খেলা শেষে আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটিই হবে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেনের প্রথম সিরিজ।

এফএ/এসব২

  • সর্বশেষ
  • জনপ্রিয়