শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল নিয়ে মগ্ন রয়েছে দেশি খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার দশম আসরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের ফ্লাইটে লঙ্কানদের ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে শ্রীলঙ্কার বহরে এসেছেন ২৭ জন খেলোয়াড়। 

বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ও সিলেটে যাবেন। তবে বিপিএলের ফাইনালে যারা খেলছেন, তারা ফাইনাল ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন। -প্রথম আলো

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।

ওডিয়াই খেলা শেষে আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটিই হবে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেনের প্রথম সিরিজ।

এফএ/এসব২

  • সর্বশেষ
  • জনপ্রিয়