শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীর বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকেও ড্র করলো মোহামেডান

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিরতির পর ১০ মিনিট যেতেই আরো একটি গোল হজম করে তারা। তখন মনে হচ্ছিল ঢাকা ডার্বিতে জয় পেতে যাচ্ছে আবাহনী লিমিটেড। কিন্তু এরপর সুলেমান দিয়াবাতের দুটি দারুণ পেনাল্টি গোলে হার এড়ায় সাদাকালোরা।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দেশের দুই ঐতিহ্যবাহী দলের ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা তিনটি ম্যাচ ড্র করল মোহামেডান। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় ড্র আবাহনীর। সমান ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রুনোর গোলে এগিয়ে যায় আবাহনী। গোল শোধ করতে আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। বেশ কিছু সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি মোহামেডান।

বিরতির পর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আকাশী-নীলরা। গোলটি করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। তবে যথারীতি আক্রমণের ধারা ধরে রাখে মোহামেডান। ৬৭তম মিনিটে সফল হয় তারা। ডি-বক্সের মধ্যে এমানুয়েল সানডেকে পেছন থেকে মোহাম্মদ হৃদয় ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরান দিয়াবাতে।

৮৬তম মিনিটে ডি-বক্সে বল আবাহনীর এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানালে চতুর্থ রেফারির সঙ্গে আলোচনা করেন আবাহনীর ম্যানেজার নজরুল ইসলামকে লাল কার্ড দেখান রেফারি। তবে স্পটকিক থেকে সহজেই বল জালে জড়ান দিয়াবাতে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো শিবির।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়