স্পোর্টস ডেস্ক: স্পেন ফুটবলের প্রধান কোচ লুইস দে ফুয়েন্তের দায়িত্ব শেষ হওয়ার কথা ছিলো আগামী জুনে। তার আগেই চুক্তির মেয়াদ বাড়ালো স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে আসন্ন ইউরো ও বিশ্বকাপ ফুটবলে স্পেনের ডাগআউট সামলাবেন তিনি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে এই কোচের দায়িত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত করার বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।-যমুনাটিভি
এর আগে, ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর কাছে হারের কারণে বরখাস্ত হয়েছিলেন কোচ লুইস এনরিক। তার পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব পান ফুয়েন্তে।
এরপর তার অধীনে প্রথমবারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন। সেই সঙ্গে ২০২৪ ইউরোর মূল পর্বেও জায়গা করে নেয় দলটি। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিতব্য এই আসরে স্পেনের কোচ হিসেবে থাকবেন লুইস ফুয়েন্তে।
আপনার মতামত লিখুন :