স্পোর্টস ডেস্ক: [২] অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের বিপক্ষে বড় হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। পরের ম্যাচে আওয়াল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় যুব টাইগার দল। এবার লড়াই সেমিফাইনালে ওঠার।
[৩] রোববার (২৮ জানুয়ারি) রাতে শেষ হয়েছে ২০২৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। যুব বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী ১৬ দলের মধ্যে ৬ টি দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। বাকি ১২ দল জায়গা করে নিয়েছে সুপার সিক্সে। সুপার সিক্সে ৬ টি করে দল নিয়ে ২ টি গ্রুপ করা হয়েছে। প্রতিটি দলের ২ টি করে ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল।
[৪] বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে ৩১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে। আর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বেনোনিতে।
[৫] সুপার সিক্সের গ্রুপ ‘বি’তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। দুটি গ্রুপেরই খেলা শুরু হবে আগামীকাল ৩০ জানুয়ারি। প্রথমআলো
[৬]‘এ’ গ্রুপে বাংলাদেশ দল আইরিশদের হারিয়ে ২টি পয়েন্ট থাকছে সুপার সিক্সে। আর আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারানোয় ভারত পাচ্ছে ৪ পয়েন্ট। ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড ও নেপালকে হারানোয় পাকিস্তানেরও আছে ৪ পয়েন্ট। সম্পাদনা: কামরুজ্জামান