স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়ে এনে আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
গত মঙ্গলবার আসন্ন সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর লম্বা বিশ্রামে থাকা ডেভন কনওয়েকে ফিরিয়ে আনা হয়েছে এই সিরিজে। দলে ফিরেছেন আর এক পেসার ম্যাট হেনরি। আর এক পেসার লকি ফার্গুসনও যায়গা পেয়েছেন দলে। যদিও পাঁচ ম্যাচের তিনটিতে খেলবেন ফার্গুসন। এনটিভি
আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। হ্যামিল্টন, ডানেডিন ও ক্রাইস্টচার্চে হবে সিরিজের বাকি চার ম্যাচ।