শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:০০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ সেমিফাইনাল

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। গত দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নইয়ার-মুলাররা। কয়েক আগেই দুর্বল তুরস্কর কাছে হেরেছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। বড়দের সময়টা খারাপ কাটলেও, বিশ্বকাপের ফাইনালে উঠেছে মুলার-জিরুডদের উত্তরসূরিরা। 

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত হেসেছে জার্মানরা। টাইব্রেকারে মেসির উত্তরসূরিদের ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি।

মঙ্গলবার দুপুরে ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ৩-৩ গোলে ড্র হয় আর্জেন্টিনা ও জার্মানির অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল। জার্মানির হয়ে প্যারিস ব্রুনা জোড়া গোল ও ম্যাক্স মোরস্টেড একটি গোল করেন। আর আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন অগাস্টিন রবার্তো। এদিন রুদ্ধশ্বাস ৬ গোলের লড়াইয়ে দুর্দান্ত কামব্যাক করেছিল আকাশি-নীল শিবির। তবে ভাগ্যটা সহায় ছিল না তাদের।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা প্যারিস ব্রুনার গোলে লিড পায় জার্মানি। গোল হজমের পর চাপে পড়ে আর্জেন্টাইনরা। তবে কিছুটা সময় নিয়ে ঠিকই জার্মানদের চেপে ধরে তারা। দুই ফুলব্যাক অন্তিভেরো এবং গোরোসিতো মিলে ব্যস্ত রাখেন জার্মানির রক্ষণভাগ।

এরপর সময়ের ব্যবধানে দলকে সমতায় ফেরান রবার্তো। ডি-বক্সের ভেতর থেকে গোরোসিতোর মাপা ক্রসে জাল খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে নিজের এবং দলের দ্বিতীয় গোলও করেন রুবের্তো।

বিরতি থেকে ফিরে দারুণ এক প্রত্যাবর্তন ঘটায় জার্মানি। আর্জন্টাইন গোলরক্ষকের ভুলের সুযোগে দুর্দান্ত ফিনিশে দলকে সমতায় ফেরান ব্রুনার। এরপর ম্যাক্স মোরেশডাটের গোলে বিপদ আরও বাড়ে লে আলবিসেলেস্তেদের। দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার।

রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানি যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আর্জেন্টিনা। ইনজুরির সময়ে (৯০+৭) গোল করে আর্জেন্টিনাকে একবার পথ দেখান দ্য জায়ান্ট খ্যাত রুবের্তো। ফলে ৩-৩ সমতায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়