শিরোনাম
◈ ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি ◈ রওশন এরশাদ দয়ার ৩টি সিট নেবেন না, তাই নির্বাচনে যাওয়া হচ্ছে না: গোলাম মসিহ ◈ জনগণ স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী  ◈ দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত  ◈ মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন  ◈ মালয়েশিয়ায় ভবন ধস, নিহত ৩ শ্রমিকের সবাই বাংলাদেশি ◈ পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি ◈ ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন ◈ অর্থপাচার মামলায় এনু ও রুপনের ৭ বছর করে কারাদণ্ড, ৫২ কোটি টাকা অর্থদণ্ড 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম: প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হলো গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। যার আসন সংখ্য্ ১ লক্ষ ৩২ হাজার। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সেখানেই অনুষ্ঠিত হয়েছিলো। পুরো গ্যালারিতে নীল জার্সিতে ভরা। তবে তাদেরকে চুপ করিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছে অজিরা। সকল ভারতীয়দের চুপ করিয়ে দিতে পেরে খুশি অস্ট্রেলিয়ান অধিনায়ক পাট কামিন্স।  

ম্যাচের আগেই বার্তা দিয়ে রেখেছিল, তাদের চুপ করাতে পারলে ভালো লাগবে। যেন কথা আর কাজের মিল রেখেছেন। ফিফটির পর বিরাট কোহলিকে বোল্ড করে পীন-পতন নীরবতা নিয়ে আসেন এই কামিন্সই! 

শেষ পর্যন্ত ভারতকে ৬ উইকেটে হারিয়ে তার নেতৃত্বে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। দর্শকদের চুপ করানো নিয়ে কামিন্স বলেন, এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটিই সত্যিই অনেক বেশি ছিল। সূত্র: বিনোদন৬৯

সঙ্গে ভারতীয় দর্শকদের প্রশংসা করতেও ভুল করেননি এই পেসার, তবে দর্শকরা দুর্দান্ত। ভারতে ক্রিকেটের জন্য থাকা এই প্যাশনের তুলনা নেই। পেছন ফিরে তাকালে এটি দারুণ মুহূর্ত। ফল যা-ই হোক না কেন, এমন একটি দিন আমরা ভুলব না।

আহমেদাবাদের ফাইনালে সবই যেন ছিল কামিন্সদের পক্ষে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কামিন্স। ভারত ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয়। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়