শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল্লাহর পারফরম্যান্স নিয়ে যা বললেন তামিম ইকবাল

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। এই জয় দিয়ে ১৫ বছর পর বাংলার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতেছে কিউইরা। এই ম্যাচে ব্যাট হাতে সবাই যখন ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছে তখন দলকে ভরসা দিয়েছে দীর্ঘ দিনপর দলে  ফেরা তামিম ও মাহমুদুল্লাহ। তবে ম্যাচ শেষে মাহমুদুল্লাহর ফিরে আশা নিয়ে প্রসংশা করেছেন ট্ইাগারদের সাবেক অধিনায়ক।

এই ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে রিয়াদ। এই নিয়ে তামিম বলেন, রিয়াদ ভাই প্রায় ৬মাস পর মাঠে ফিরে যেভাবে ফিল্ডিং করেছে তা দুর্দান্ত। এছাড়া তার সঙ্গে আমার ছোট্ট একটা জুটি হয়েছিলো। তবে যা বুঝেছি অসাধারণ ভাবে ফিরে এসেছে। 

সদ্যসমাপ্ত এশিয়া কাপের সুপার ফোর থেকেই দেশে ফেরে সাকিব আল হাসানের দল। এরপর গেল সপ্তাহে এক সাক্ষাৎকারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, যারা এখনো স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার, তারা ঘুম থেকে উঠুন। 

তবে আসন্ন ভারত বিশ্বকাপ নিয়ে মোটেও ছোট স্বপ্ন দেখতে রাজি নন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, অবশ্যই। আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন? অনূর্ধ্ব-১৯-এও আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই।’

তামিম বলেন, ফলাফল যেটাই হোক স্বপ্ন তো থাকতেই হবে, এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখব? একটা ব্যাপার পরিষ্কার করি আপনাদের কাছে, স্বপ্ন গ্যারান্টি না কোনো কিছুর। কিন্তু আপনার ওই স্বপ্নটা থাকতে হবে। আমরা হয়তো বিশ্বকাপে দুটো বা একটা ম্যাচও জিততে পারি বা সেমিতে খেলতে পারি। এটা যাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমি জানি না এটা সঠিক কি না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়