নাহিদ হাসান: বৃষ্টি হানা দেওয়ায় এশিয়া কাপের আজকের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা অঘোষিত সেমিফাইনাল ম্যাচটি ৪২ ওভার নির্ধারিত হয়। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
শ্রীলঙ্কার কলম্বোতে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। খেলার শুরুতে বৃষ্টি হানা দিলে নির্ধারণ হয় ৪৫ ওভার। তবে আবারো বৃষ্টি হানা দিলে ৩ ওভার কমিয়ে হয় ৪২ ওভারে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন রিজওয়ান। এছাড়া আব্দুল্লাহ শফিক ৫২, ইফতিখার ৪৭ এবং বাবর আজম উল্লেখযোগ্য ২৯ রান করেন।
বোলিংয়ে শ্রীলংকার হয়ে ৩ উইকেট নেন পাথিরানা, এছাড়া মাধুশানে ২টি, থিকশানা ও ওয়েল্লালাগে একটি করে উইকেট নেন।