শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী ◈ সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান ◈ রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত ◈ ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা ◈ পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল : রিজার্ভের ৫০ কোটি ডলার ব্যয়, পুরোটাই অপচয় ◈ ভারত- বাংলাদেশ টেস্টে হামলার হুমকি নিয়ে ভাবছে না বিসিবি ◈ বহিঃশক্তির হুমকি মোকাবেলায় কার্যকর প্রস্তুতির আহ্বান ইকবাল করিম ভুঁইয়ার (ভিডিও) ◈ মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে সহিংসতা, নিহত ৬ ◈ চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়েও শঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও ভারত দেশটিতে যেতে না চাওয়ায় বিপাকে পড়ে পিসিবি। হাইব্রিড মডেল তৈরি করে ভারতের মন জয় করতে পারেনি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তাই এশিয়া কাপ এখনো অনিশ্চিত। এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সুযোগ হারাতে পারে পাকিস্তান। সূত্র: নিউজ ১৮ ডটকম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা পাকিস্তানে। দুটি আসরেরই আয়োজক বদলে যাচ্ছে বলে জানা গেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে পারে। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক করা হতে পারে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ের এই আলাপ-আলোচনা শুধু মৌখিক আলোচনাতেই সীমাবদ্ধ। সূত্র: হিন্দুস্তানটাইম্স

অন্যদিকে ভারত পাকিস্তানে না গেলে, পিসিবি হুমকি দিয়েছে ভারতের মাটিতে তারা ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে। এশিয়া কাপের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছিল পিসিবি। চারটি ম্যাচ তারা পাকিস্তানে ও বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে চায়। তবে সে প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও ওই মডেলে অনাস্থা জানিয়েছে।

ওই ঘটনায় এশিয়া কাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তানকে ছাড়াই শ্রীলঙ্কাতে হতে পারে এশিয়া কাপ। এরই মধ্যে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি নেওয়ার জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

এশিয়া কাপ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। অবশ্য এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আগামী জুলাইতে ডারবানে আইসিসির বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিতে পারে আইসিসি। এমনকি পাকিস্তানকে দেওয়া হতে পারে মোটা অঙ্কের ক্ষতিপূরণও। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়