শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন জেসন রয়!

জেসন রয়

স্পোর্টস ডেস্ক: আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি বাতিল করবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়। তাকে দুই বছরের জন্য প্রায় তিন লাখ পাউন্ডে চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। - ডেইলি মেইল

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। তবে গত গ্রীষ্মে তিনি দলে জায়গা হারান। জায়গা পাননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এসব কারণেই হয়তো জেসন রয় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

এই খবর যদি সত্যি হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে তাের সুযোগ পাওয়া কঠিন হবে। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও সুযোগটি লুফে নিতে চান আগামী অক্টোবর পর্যন্ত ইনক্রিমেন্টাল চুক্তিতে ইসিবির সাথে চুক্তিবদ্ধ জেসন রয়। - কালেরকণ্ঠ

জানা গেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে জেসন রয় গত কয়েক সপ্তাহ ধরেই ইসিবির সাথে কথা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে মেজর লিগ ক্রিকট লিগ, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি থাকায় বিপত্তি ঘটবে।

এতে যুক্তরাষ্ট্রে খেলার অনাপত্তিপত্র পেতে গেলে ইসিবির সঙ্গে ইনক্রিমেন্টাল চুক্তি বাতিল করতে হবে জেসন রয়কে।  ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে মেজর লিগে চুক্তি করবেন জেসন রয়।  সম্পাদনা :এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়