শিরোনাম
◈ সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যোতির ঝড়ো সেঞ্চুরিতে রুপালি ব্যাংকের শুভ সূচনা

নিগার সুলতানা জ্যোতি

স্পোর্টস ডেস্ক: মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। উদ্বোধনী ম্যাচে রূপালি ব্যাংকের মুখোমুখি হয়েছিল গুলশান ইয়ুথ ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ভর করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রুপালি ব্যাংক। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩৮ রান পর্যন্ত তুলতে পারে গুলশান ইয়ুথ। ফলে ১৪৮ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে রূপালি ব্যাংক। ঝোড়ো সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপালি ব্যাংক। এদিন ৭৬ বলে ১২ বাউন্ডারিতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। তার সঙ্গে ১০৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ফারজানা হক পিংকি। তৃতীয় উইকেট জুটিতে ১৭১ রান যোগ করেন এই দুই ব্যাটার। এ ছাড়া ওপেনার সাথী রানীর ৩৯ ও ফারজানা আক্তার লিসার ৪৪ রানের সুবাদে ২৮৬ রানের পুঁজি পায় দলটি। আরটিভি

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় গুলশান ইয়ুথ। ইনিংসের মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর অধিনায়ক শারমিন সুলতানার ৪০ ও লেকি চাকমার ৫৮ রানের ইনিংসের পর লড়াইয়ে ফিরতে পারেননি গুলশান ইয়ুথ। বাকি ব্যাটারদের মধ্যে কেবল শিরিন আক্তারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন।

রূপালি ব্যাংকের হয়ে নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সিটি ক্লাবকে ৬৬ রানে হারিয়েছে বিকেএসপি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়