শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজমুল হোসেন শান্তর শতকে আবাহনীর বড় জয়

নাজমুল হোসেন শান্ত

সাঈদুর রহমান: ঢাকায় তীব্র গরমের দিনেও বিকেএসপিতে হেসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। তার অপরাজিত সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আবাহনী।

রোববার বিকেএসপির চার নম্বর মাঠে দিনের শুরুতে ব্যাট করতে নামে সিটি ক্লাব। শুরুতেই মইনুল ফিরে গেলেও শাহরিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তৌফিক খান তুষার। এসময় মারকুটে এই ব্যাটার তুলে নেন অর্ধ-শতক। তবে অন্য প্রান্তে চলছিলো আসা যাওয়ার মিছিল।

শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের ২২ এবং তুষারের ৭৯ রানে ভর করে ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। এদিন আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 

এরপর ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় আবাহনী। এনামুল হক বিজয় ১ এবং কোনো রান না করেই ফিরে যান নাঈম শেখ। এরপর নাজমুল শান্তকে নিয়ে লড়াই শুরু করেন মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ব্যাটেই এগিয়ে যায় আবাহনী। তবে ব্যক্তিগত ৩৯ রানে সাঁজ ঘরে ফেরেন জয়। তখনও অবিচল শান্ত, একাই লড়ছিলেন দলের হয়ে। শেষ পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। শান্ত অপরাজিত থাকেন ১০২ রান করে। সিটি ক্লাবের হয়ে ৪ উইকেট শিকার করেন রবিউল হক। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়