সাঈদুর রহমান: ঢাকায় তীব্র গরমের দিনেও বিকেএসপিতে হেসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। তার অপরাজিত সেঞ্চুরিতে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আবাহনী।
রোববার বিকেএসপির চার নম্বর মাঠে দিনের শুরুতে ব্যাট করতে নামে সিটি ক্লাব। শুরুতেই মইনুল ফিরে গেলেও শাহরিয়াকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তৌফিক খান তুষার। এসময় মারকুটে এই ব্যাটার তুলে নেন অর্ধ-শতক। তবে অন্য প্রান্তে চলছিলো আসা যাওয়ার মিছিল।
শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের ২২ এবং তুষারের ৭৯ রানে ভর করে ১৭২ রানে অলআউট হয় সিটি ক্লাব। এদিন আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
এরপর ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় আবাহনী। এনামুল হক বিজয় ১ এবং কোনো রান না করেই ফিরে যান নাঈম শেখ। এরপর নাজমুল শান্তকে নিয়ে লড়াই শুরু করেন মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ব্যাটেই এগিয়ে যায় আবাহনী। তবে ব্যক্তিগত ৩৯ রানে সাঁজ ঘরে ফেরেন জয়। তখনও অবিচল শান্ত, একাই লড়ছিলেন দলের হয়ে। শেষ পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। শান্ত অপরাজিত থাকেন ১০২ রান করে। সিটি ক্লাবের হয়ে ৪ উইকেট শিকার করেন রবিউল হক। সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/একে