শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মুখোমুখি

বাংলাদেশ ও আয়ারল্যান্ড

সাঈদুর রহমান: ওয়ানডে সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে দুই দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৫ টি-টোয়েন্টিতে মুখোমুিখ হয়েছে বাংলাদেশ। তিন জয় নিয়ে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। ২০১২ সালে আইরিশদের ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ছিলো টাইগাররা। এক ম্যাচ পরিত্যক্ত এবং এক জয় পেয়েছে আইরিশরা। সবশেষ ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিলো আয়ারল্যান্ড। তবে বর্তমানে শক্তিমত্তার বিচারে আইরিশদের থেকে যোজন যোজন এগিয়ে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াটওয়াশ করার পর একই লক্ষ্যে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দল থেকে বাদ পড়েছে আফিফ হাসান। দলে সুযোগ পেয়েছে দুই তরুণ ক্রিকেটার কাজী অনিক ও রিশাদ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় এই দুই ক্রিকেটোর। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে সহজভাবে নিতে চান না হেড কোচ হাথুরুসিংহে। তাই পূর্ণ শক্তির দল নিয়েই আইরিশদের বদ করতে মাঠে নামবে সাকিবসেনারা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২-০ তে সিরিজ হারার পর হতাশ আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে সাকিব-তামিমদের দলগত পারফরম্যান্সে দিশেহারা হয়ে পড়েছিলো আইরিশরা। চেষ্ট করেও টারগারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা। এবার ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড। এমন মন্তব্য করেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়