শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসান যে সব রেকর্ডের মালিক

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের খেলা যেনা রেকর্ড গড়া আর ভাঙা। এই ক্রিকেটোর বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন ব্যাটে আর বলে দুর্দান্ত পারফরমেন্সে। শুক্রবার তার ৩৬তম জম্মদিন। এই দিনে ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছেন। দেখে নেওয়া যাক তার কিছু বিরল কীর্তি।

১২ হাজার রান ও ৬০০ উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। ৪০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং নিয়েছেন ৬৬৩ উইকেট।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান: আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪১ ম্যাচে করেছেন ৪ হাজার ৬৭৭ রান। 

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট: সর্বোচ্চ রানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়ের হিসাবে ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এই রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলংকার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল। 

সবচেয়ে বেশি সিরিজসেরা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২৩০ ওয়ানডে খেলে বাংলাদেশের এই অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন সাতবার। তথ্যসূত্র, যুগান্তর

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়