শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের ব্যক্তিগত ক্রিকেট জিবনে রয়েছে অনেক অর্জন। ক্রিকেট ইতিহাসে অনেক কীর্তি রয়েছে সাবেক এই ক্রিকেটারের। পাকিস্তান ক্রিকেটে তাকে ডাকা হয় প্রফেসর নামে। সতীর্থসহ অনেকের কাছে তিনি প্রফেসর হলেও, প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পর্বই শেষ হয়নি মোহাম্মদ হাফিজের।

পেশাদার ক্রিকেটের ব্যস্ততায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার সেই অসমাপ্ত কাজটা শেষ করার পথে হাটছেন। ভর্তি হয়েছেন করাচি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচি বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের (এইচপিইএসএস) ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি।-পাকিস্তানের টেলিভিশন জিওসুপার।

করাচি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের সরকারি খাতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে উচ্ছা¡সিত হাফিজ। তিনি আশা করেন এইচপিইএসএস তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে সহায়তা করবে। করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশা, সাবেক পাকিস্তান অধিনায়কের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

হাফিজের সঙ্গে কথপোকথনের একপর্যায়ে উপাচার্য বলেছেন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডকে হারানোর পর পাকিস্তান দলের খেলোয়াড়দের জন্য পূর্ণাঙ্গ শিক্ষাবৃত্তি ঘোষণা করেছিল করাচি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক অঙ্গনে যে সব ক্রীড়াবিদ পাকিস্তানকে গর্বিত করেছেন, তাদের জন্য সব প্রাতিষ্ঠানিক ব্যয়সহ সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

১৯৮০ সালে পাঞ্জাবে জন্ম নেওয়া হাফিজ পাকিস্তান দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৩ সালে। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ। প্রথমআলো। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়