শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:২১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ২০২৪ অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

অলিম্পিক

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসবে ফ্রান্সের প্যারিসে। আর এই দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক ৪০টির মতো দেশ বয়কট করতে পারে। এতে করে প্যারিস অলিম্পিক অর্থহীন হয়ে পড়বে বলে মনে করছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক। এর আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা যৌথভাবে প্রত্যাখ্যান করে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া। বিবিসি অনলাইন

রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের সুযোগ দেওয়া হলে ইউক্রেনও প্যারিস অলিম্পিক বয়কট করবে বলে হুমকি দিয়েছে। তবে আইওসি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বলেছে, যে কোনো ধরনের বয়কটে কেবল ক্রীড়াবিদরাই শাস্তি পাবে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের প্যারিস অলিম্পিকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

কামিল বোর্নিজুক বলেন, আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব। জোট গঠনের বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, অলিম্পিকের আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবো না। যদি আমরা অলিম্পিক বয়কট করি, তবে আমাদের জোট ২০২৪ অলিম্পিককে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট।

গত সপ্তাহে আইওসি ঘোষণা করে, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে একটি পথ বের করবে সংস্থাটি। শুধু পাসপোর্টের কারণে ক্রীড়াবিদদের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বাধা দেওয়া উচিত নয়।

এদিকে সংস্থাটির এ পরিকল্পনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য সরকার বলেছে, এই পরিকল্পনা বিশ্বকে যুদ্ধের বাস্তবতা থেকে দূরে নিয়ে যাবে। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়