এ্যানি আক্তার: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি একের পর জম্ম দিচ্ছেন নতুন ঘটনার। গত বছর তার ক্যারিয়ারে বড় অর্জন ছিলো বিশ্বকাপরে ট্রফি। এরপরও থেমে নেই মেসির কারিশমা। এবার তার অর্জনে যোগ হলো আরও একটি পালক। মঁপেলিয়ের বিপক্ষে অনন্য এক রেকর্ড মেসির দখলে। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন সুপারস্টার।
মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলটি করেন মেসি। ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের এটি আর্জেন্টাইন অধিনায়কের ৬৯৭তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন সর্বোচ্চ গোলের মালিক। এই গোলে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদোর ৬৯৬ গোলকে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির জার্সিতে মেসি গোল করেছেন ১৩টি, ফ্রেঞ্চ লিগে ৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৪টি। দুর্দান্ত ফর্মে থাকায় চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা আরও বাড়বে, এটা নিশ্চিত। তবে আপাতত মেসির সঙ্গে লড়াইয়ের সুযোগ নেই রোনালদোর। সম্পাদনা: এল আর বাদল
এএ/এলআরবি/এনএইচ