শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বেন স্টোকস বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচেও নেই। বোলিংয়ে সেরা পাঁচ তো দূরের কথা সেরা দশেও খুঁজে পাওয়া যাবে না এই ক্রিকেটারের নাম। তবুও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে এই অলরাউন্ডারকে বেছে নিয়েছে আইসিসি।

বিখ্যাত ব্রিটিশ ক্রিকেট লেখক নেভিল কার্ডাস বলেছিলেন, স্কোরবোর্ড হলো গাধা। তাই তো স্টোকসকে সেরা হিসেবে বেছে নেওয়ার পেছনে পরিসংখ্যানের পাশাপাশি খেলায় তার কতটুকু  ইমপ্যাক্ট (প্রভাব) ছিল সেটাকেও গুরুত্ব দিয়েছে আইসিসি। কেননা ২০২২ সালে সাদা পোশাক খেলায় আমূল পরিবর্তন এনে দিয়েছেন তিনি ও তার দল। তাই ক্রিকেটের সবকিছু যে পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, সেটাই আবার মনে করিয়ে দিলো আইসিসি। - বিডিপ্রতিদিন

বেন স্টোকস অধিনায়ক হওয়ার আগে টেস্টে রীতিমত ধুঁকছিল ইংল্যান্ড। জিততেই ভুলে গিয়েছিল তারা।  সবকিছু ভেঙে নতুন করে নিজেদের গড়তে শুরু করে। অধিনায়কত্বে জো রুটকে সরিয়ে আনা হয় স্টোকসকে ও হেড কোচের ভার দেওয়া হয় সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামকে। দুজনে মিলে টেস্ট ক্রিকেটের পরিভাষাটাই বদলে দেন। তাদের আগ্রাসী মন্ত্রের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। হোক সেটা ঘরে কিংবা ঘরের বাইরে। স্টোকসের অধিনায়কত্বে ১০ টেস্টের মধ্যে ৯টিই জিতেছে ইংল্যান্ড।

তাই তো উসমান খাজা, কাগিসো রাবাদা এমনকি সতীর্থ জনি বেয়ারস্টোকে ছাপিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস। গত বছর ১৫ টেস্ট খেলে দুই সেঞ্চুরিসহ ৩৬.২৫ গড়ে ৮৭০ রান করেন তিনি। এছাড়া বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। - আইসিসি ওয়েবসাইট
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়