শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়ক লিটন

লিটন দাস

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির ইনজুরির কারণে সিরিজ থাকছেন না। তার আগে পেসার তাসকিন আহমেদও পিঠের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। এ অবস্থায় তামিমের জায়গায় আসন্ন ভারত সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। ক্রিকইনফো

এর আগে লিটন কোনো ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দেননি তবে ২০২১ সালের এপ্রিলে টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

লিটনের ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এক বিবৃতিতে বলেছেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছেন। তার একটি তীক্ষ্ণ ক্রিকেটিং মন রয়েছে এবং তিনি খেলাটি ভালভাবে পড়তে পারেন।’

তামিমের বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য তামিমকে চোটের জন্য হারানো সবচেয়ে দুর্ভাগ্যজনক, কারণ তার অধিনায়কত্বে দল গত কয়েক বছরে কিছু অসাধারণ ক্রিকেট খেলেছে এবং এই ফরম্যাটে তিনি আমাদের সবচেয়ে সফল ব্যাটার। তাকে মিস করা হবে কিন্তু আমরা এটাও মনে করি যে লিটনের মধ্যে অধিনায়ক হিসেবে ভালো কাজ করার গুণ রয়েছে।’

আগামী ৪ ডিসেম্বর শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ৭ ও ১০ ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ তারিখে চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২২ তারিখে মিরপুরে হবে শেষ টেস্ট ম্যাচ। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়