শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নাহিদ হাসান

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়ক লিটন

লিটন দাস

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির ইনজুরির কারণে সিরিজ থাকছেন না। তার আগে পেসার তাসকিন আহমেদও পিঠের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। এ অবস্থায় তামিমের জায়গায় আসন্ন ভারত সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। ক্রিকইনফো

এর আগে লিটন কোনো ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্ব দেননি তবে ২০২১ সালের এপ্রিলে টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

লিটনের ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এক বিবৃতিতে বলেছেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছেন। তার একটি তীক্ষ্ণ ক্রিকেটিং মন রয়েছে এবং তিনি খেলাটি ভালভাবে পড়তে পারেন।’

তামিমের বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য তামিমকে চোটের জন্য হারানো সবচেয়ে দুর্ভাগ্যজনক, কারণ তার অধিনায়কত্বে দল গত কয়েক বছরে কিছু অসাধারণ ক্রিকেট খেলেছে এবং এই ফরম্যাটে তিনি আমাদের সবচেয়ে সফল ব্যাটার। তাকে মিস করা হবে কিন্তু আমরা এটাও মনে করি যে লিটনের মধ্যে অধিনায়ক হিসেবে ভালো কাজ করার গুণ রয়েছে।’

আগামী ৪ ডিসেম্বর শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ৭ ও ১০ ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ তারিখে চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ২২ তারিখে মিরপুরে হবে শেষ টেস্ট ম্যাচ। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়