শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:৩৩ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে এবার সাকিবের ভিত্তিমূল্য কত?

স্পোর্টস ডেস্ক : ২০২৩ আইপিএল নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রীকেট বোর্ড। সেই তালিকায় আছেন বাংলাদেশী ৬ জন খেলোয়াড়ও।

এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে গতবারের চেয়ে তার ভিত্তিমূল্য কমেছে। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার নিলামের জন্য ৯৯১ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন।  বাংলা নিউজ ২৪

এর মধ্যে ৭১৪ জন ভারতীয় এবং ২৭৭ জন বিদেশি। এবার সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই তালিকায় মোট ২১ জন স্থান পেয়েছেন।

ইংল্যান্ডের বেন স্টোকস ও স্যাম কারান, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সদ্য ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব ছেড়ে দেওয়া নিকোলাস পুরান আছেন এই ক্যাটাগরিতে।

দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে তথ্য দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিলাম উঠবেন সাকিব আল হাসান সহ ১০ জন ক্রিকেটার। গত নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু তিনি অবিক্রিত থেকে যান। 

এবার তার নিলাম শুরু হবে দেড় কোটি ভিত্তিমূল্যে। এই তালিকায় আরও  আছেন শন অ্যাবট, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, উইল জ্যাকস, দাভিদ মালান, জেসন রয়ের মতো খেলোয়াড়।

১ কোটি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠবে কেদার যাদব, শাই হোপ, টম লাথাম, জো রুট, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, ময়াঙ্ক আগারওয়াল, মার্ক চ্যাপম্যান, মার্টিন গাপটিল, ডেরিল মিচেল, মইজেস হেকড্রিকস, ডেভিড ভিসের মতো খেলোয়াড়দের নাম।

শোনা যাচ্ছে, এবারের আসরে সাকিবের সঙ্গে তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও আফিফ হোসেনের ডাক পড়তে পারে আইপিএলের নিলামে। আর এরইমধ্যে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। 

গত ফেব্রুয়ারিতে নিলামে এই বাঁহাতি পেসারকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি। গত  মৌসুমে দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমি রেটে ৮ উইকেট নেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫.৬ ইকোনমিতে পাঁচ ম্যাচে তার শিকার ৩ উইকেট।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়