শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২৪ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

জাপানকে হারিয়ে জার্মানিকে টিকিয়ে রাখলো কোস্টারিকা

কোস্টারিকার উদযাপন

নাহিদ হাসান: এবারের বিশ্বকাপে দুই দলই শুরুটা করেছিল ভিন্নভাবে। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রীতিমতো স্তব্ধ করে জয় তুলে নিয়েছিল এশিয়ার দেশ জাপান। অন্যদিকে স্পেনের কাছে সাত গোল খেয়ে বিধ্বস্ত কোস্টারিকা। আজ হারলেই বিদায়, এমন সমীকরণে চমক দেখিয়ে জাপানকে ১-০ ব্যাবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। ফলে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠেছে। যদিও শেষ ম্যাচে কোস্টারিকাকে খেলতে হবে জার্মানির বিপক্ষে।

প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে জাপান স্বপ্ন দেখছিলো পরের রাউন্ডে যাওয়ার। তবে কোস্টারিকার বিপক্ষে আজ এই হার তাদের হৃদয় ভাঙতে যথেষ্ট।

আজ ম্যাচের প্রথমার্ধে কোস্টারিকা জমাট রক্ষণে সামলেছে জাপানের আক্রমণ। তবে মধ্যমাঠে তারা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যার ছাপটা পড়েছে খেলাতেও। চলতি বিশ্বকাপে এই প্রথমবার প্রথমার্ধের খেলায় কোনো দলই শট নিতে পারেনি। অন্যদিকে বল পায়ে রাখলেও জাপান খুব ভালো খেলেছে তা নয়। তারা ৫৬ শতাংশ বল পায়ে রেখেছিল। উভয় দল গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।

এরপর দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে বেশ কয়েকটি শট নেয় জাপান। তবে কেইলর নাভাস দুর্দান্তভাবে তা প্রতিহত করেন। তার দক্ষতার কারণেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাপানকে। অপরদিকে কোস্টারিকা পুরো ম্যাচে ৮১ মিনিটে গোলের লক্ষ্যে একটি শট নিয়েছিল। ওই এক শটেই গোল পেয়েছেন কাইসের ফুলার।

জাপানের এই হার জার্মানির জন্য সবচেয়ে বড় স্বস্তির। কারণ ইউরোপের এই দলটি এখন এক জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। ইউরোপিয়ান ক্লাসিকোয় জার্মানি রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে। ওই ম্যাচে জার্মানি যদি হারে সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেও তারা যেতে পারবে নকআউটে। শুধু জয়টা বড় হতে হবে। অন্যদিকে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে হারতে হবে জাপানকে।

এনএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়