শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের রিচার্লিসনের প্রেমে মজেছেন সেই টিনেজ সুন্দরী

টিনেজ সুন্দরী ও রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে তারকার সম্মান পাচ্ছেন ব্রাজিলের রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুই গোলই করেন রিচার্লিসন। আর বাইসাইকেল কিক থেকে আদায় করা দৃষ্টিনন্দন গোলটির চর্চা চলছে এখনও।

এবার এক ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে জড়িয়ে শিরোনামে তার নাম। ব্রাজিল স্ট্রাইকারের সাফল্যের পিছনে রয়েছেন ওই টিনেজ সুন্দরী। যদিও তার সঙ্গে আলাপ নেই রিচার্লিসনের। এত দিন রিচার্লিসন অনুসরণ করতেন তাকে। এ বার তিনিই ব্রাজিল স্ট্রাইকারের প্রেমে পড়েছেন। মানবজমিন

ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যামের এই ফুটবলারের অনুপ্রেরণা ১৭ বছরের কিশোরী ক্যাট ডান্টাস। টিকটক খ্যাত ব্রাজিলিয়ান কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পরিচিত। নানা রকম অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেন তিনি। ইউটিউবে ক্যাট ডান্টাসের ফলোয়ারের সংখ্যা প্রায় ১২ লক্ষ। আর টিকটকে ২১ লক্ষ। সেই তালিকায় রয়েছেন রিচার্লিসনও। ক্যাটের

অনুপ্রেরণামূলক ভিডিও দেখেন নিয়মিত। ছন্দে না থাকলে বা কোনও ম্যাচে খারাপ খেললে বাড়ি ফিরে ক্যাটের ভিডিও দেখে, তার কথা শুনে নিজেকে পরের ম্যাচের জন্য উদ্বুদ্ধ করেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। 

সেই ক্যাট মুগ্ধ সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লিসনের জোড়া গোল দেখে। ম্যাচ চলাকালীনই টিকটকে তিনি বলেছেন, রিচার্লিসন ভীষণভাবে আমার নিজের। আমি ওকে বিয়ে করতে চাই। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, রিচার্লিসনের ছবি আমার ফোনের ওয়ালপেপার করছি। ওর নাচের ছবিও রাখবো ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে। আমি ওকে ভালবাসি। ক্যাট জানতেন না রিচার্লিসন রয়েছেন তার ফলোয়ারদের মধ্যে। 

অন্যদের থেকে বিষয়টি জেনে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। ক্যাট বলেছেন, হে ঈশ্বর, রিচার্লিসনও আমাকে অনুসরণ করে তোমাকে অনেক ধন্যবাদ। রিচার্লিসনের খেলায় এতটাই মজেছেন ক্যাট যে তড়িঘড়ি কাতার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

জেবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়