শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:২১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার বাংলাওয়াশ সিরিজে পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই

পাকিস্তান-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৮ অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজম বাহিনী। হ্যাগলি ওভালে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়।

প্রথম ম্যাচ জিতে পাকিস্তান কিছুটা ফুরফুরে, তবে তাদের চিন্তার কারণও আছে বেশ। অন্য ম্যাচগুলোর মতো বাংলাদেশের বিপক্ষে দুই ওপেনার বাবর ও রিজওয়ান ছাড়া বাকিরা দলীয় রানে খুব একটা অবদান রাখতে পারেননি। রিজওয়ান করেছিলেন ৭৮ রান, বাবর করেন ২২ রান। শান মাসুদের ব্যাট থেকে আসে ৩১ রান। ক্রিজে নামা বাকি ৪ জনের কেউই বিশের ঘর পার হতে পারেননি। সময়টিভি

নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারের ওপর এই নির্ভরতা কাটিয়ে উঠা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ, সামনেই যে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে খেলা শুরু হওয়ার আগে সেই সমস্যার সমাধান করতে পারলে সোনায় সোহাগা পাকিস্তানের জন্য।

পাকিস্তান দ্বিতীয় ম্যাচে খেলতে নামলেও নিউজিল্যান্ড এই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। তারা সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা।

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও মাইকেল বেসওয়েল।

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, হায়দার আলি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, উসমান কাদির, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়