নিজস্ব প্রতিবেদক: গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনেই এশিয়া কাপ। আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সিলেটে চলবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। এ উপলক্ষে সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ বাছাইপর্বের পারফর্মেন্স দিয়ে মূল দলে জায়গা করে নিয়েছেন সোহেলী আক্তার। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ১ অক্টোবর উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে থাইল্যান্ডের। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, সোহেলী আক্তার।
স্ট্যান্ডবাই : মারুফা আকতার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তানিশা, রাবেয়া খান। সম্পাদনা: এল আর বাদল