শিরোনাম
◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও) ◈ প্রথম আলো, ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে: রাকসুর ভিপি ◈ ওসমান হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি: আখতার হোসেন ◈ শাহরুখ খান ও জুহি চাওলার মোহভঙ্গ! আইপিএলের আগেই বদল হচ্ছে কলকাতা নাইটরাইডা‌র্সের মালিকানায়? ◈ ‌গৌতম গম্ভীর ভারতের কোচ হতে পারে না, কলকাতায় এসে বল‌লেন কপিল দেব  ◈ জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩১ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে ডিসেম্বরেই হবে আইপিএল নিলাম

আসছে ডিসেম্বরেই হবে আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক: আসছে বছর তথা ২০২৩ সালের মার্চে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। তবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের নিলাম হবে চলতি বছরের ডিসেম্বর মাসে ফলে এবারই প্রথমবারের মতো দর্শকরা একই বছরে দুই দুইবার দেখতে যাচ্ছে আইপিএলের নিলাম। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের ১৫তম আসরের নিলাম। ক্রিকইনফো

সম্প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) একটি সভা করে। সেই সভায় আইপিএলের পরবর্তী আসরের নিলামের দিন-তারিখ নির্ধারিত হয় ডিসেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ ধরে। যদিও এই বিষয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ক্রিজবাজ একটি ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে নিলামের বিষয়টি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। 

যেহেতু ২০২২ আইপিএলের আগে মেগা নিলাম হয়েছিল সে কারণে এবারের নিলাম হবে সংক্ষিপ্ত। যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ৯৫ কোটি এবং অতিরিক্ত ৫ কোটি রূপি করে খরচ করতে পারবে। রাইজিং বিডি

আইপিএলের আগের আসরে অনেক তারকা ক্রিকেটার প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। তাইতো নতুন মৌসুম শুরুর আগে অনেক ফ্র্যাঞ্চাইজি কিছু কিছু খেলোয়াড় ছেড়ে দিতে পারে। আর ছেড়ে দেওয়া খেলোয়াড়দের নিয়েই হবে মিনি নিলাম। তবে নিলামের আগ পর্যন্ত সুযোগ থাকবে দলবদলের।

গুঞ্জন শোনা যাচ্ছে গেল আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করা রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে ২০২৩ আইপিএলে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে মাহেন্দ্র সিং ধোনির জন্য। তিনি এই আইপিএল খেলে বিদায় নিবেন। পাশাপাশি ২০২৩ সাল থেকে চালু হবে মেয়েদের আইপিএলও।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আগেই জানিয়েছেন ২০২৩ আইপিএল যথারীতি আগের ফরম্যাটেই হবে। যেখানে একটি দল তাদের অর্ধেক ম্যাচ খেলবে ঘরের মাঠে। বাকি অর্ধেক খেলবে অন্যদের মাঠে। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়