আইপিএল থেকে আকস্মিক বাদ পড়া এবং ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজেকে নিয়ে চলা সব আলোচনার জবাব দিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতির মধ্যেও মাঠে নিজের মনোযোগ যে বিন্দুমাত্র টলেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তার মাধ্যমে সেটিই পরিষ্কার করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মুস্তাফিজকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন কাটার মাস্টার। তিনি লিখেছেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। মাত্র চার শব্দের এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা তাকে স্পর্শ করতে পারছে না। বরাবরের মতোই তিনি তার পারফরম্যান্স দিয়ে মাঠেই সব সমালোচনার উত্তর দিতে চান।
আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন তিনি। কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।
মুস্তাফিজের সাম্প্রতিক বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেন, ‘মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচেও শেষ ২ ওভারে মাত্র ৬ রান দিয়েছে সে। মুস্তাফিজের কারণেই একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও আসছে না। এই দুইয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়ছে।’ সূত্র: চ্যানেল ২৪