শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে অনীহা, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চিঠি দিল বিসিবি

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচ গুলো খেলবে ভারতে্র মাটিতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার জের ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একইসঙ্গে মুস্তাফিজকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক কারণ জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) চিঠি দেবে তারা। সিলেটে বিসিবি পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হবে। প্রথমত, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি। দ্বিতীয়ত, বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা পরিকল্পনা কী। তৃতীয়ত, দলের সঙ্গে যেসব গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পন্সর ভারতে যাবেন, তাদের নিরাপত্তার ধরণ কেমন হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিসিসিআইকেও আলাদাভাবে ইমেইল করছি। মুস্তাফিজকে ঠিক কী কারণে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিল, তার সঠিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা জানতে চাইব।’

এদিকে মুস্তাফিজের ঘটনার পর ভারত থেকে যাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিতে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন আসিফ নজরুল। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার চাওয়া, টাইগারদের ম্যাচগুলো হোক শ্রীলঙ্কাতে। পাশাপাশি এদেশে যাতে আইপিএল সম্প্রচার না করা হয় সেটা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

এবারের আইপিএল নিলামে বেশ চাহিদাই ছিল ৩০ বছর বয়সী মুস্তাফিজের। একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিতে বাধ্য হলো দলটি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়