স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উদ্দীপনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) জেলা চ্যাম্পিয়নশিপের। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে মৌলভীবাজার এবং নারী বিভাগে রংপুর শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে।
পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে পরাজিত করে। ম্যাচের শুরুতে খুলনার কাশেম একটি দুর্দান্ত ‘সুপার রেইড’ করে দলকে লিড এনে দিলেও সেই আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। দুই দলের সমানে সমান লড়াইয়ের মাঝে মৌলভীবাজার একবার খুলনাকে ‘অল আউট’ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়ে থাকা মৌলভীবাজার দ্বিতীয়ার্ধেও সেই লিড বজায় রেখে জয় নিশ্চিত করে।
নারী বিভাগের ফাইনালে রংপুরের মুখোমুখি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধ শেষে ২৩-১৫ পয়েন্টে এগিয়ে ছিল রংপুর। দ্বিতীয় ভাগে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ৪১-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুরের মেয়েরা।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেট লন্ডনের প্রধান নির্বাহী শহীদুল আলম রতন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
টুর্নামেন্ট সেরা: সাইদুল ইসলাম (পুরুষ, মৌলভীবাজার) ও অন্তরা (নারী, রংপুর)।
সেরা রেইডার: আবুল কাশেম (পুরুষ, খুলনা) ও নাহিদা (নারী, ব্রাহ্মণবাড়িয়া)।
সেরা ডিফেন্ডার: তারেক (পুরুষ, মৌলভীবাজার) ও রোজিনা (নারী, রংপুর)।
গত ২৯ জুলাই বগুড়ায় ‘পদ্মা জোন’-এর খেলার মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। সারাদেশকে ৮টি জোনে (পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রূপসা, ধানসিঁড়ি, সুরমা ও মধুমতি) ভাগ করে জোনাল পর্ব অনুষ্ঠিত হয়। জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত এই আন্তজেলা পর্ব থেকে সেমিফাইনালে ওঠা চারটি দল এখন সার্ভিসেস দলগুলোর সঙ্গে মূল ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ’-এ লড়াই করবে, যা আজ থেকেই শুরু হচ্ছে।