শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়াকার ইউ‌নি‌সের ১৯৯৩ সা‌লে গড়া রেকর্ড ভাঙলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক : ১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ন্যূনতম ৫০ উইকেট নিয়ে ৩০-এর নিচে স্ট্রাইকরেট ধরে রাখার একমাত্র বোলার ছিলেন। 

এখন সেই রেকর্ডে নাম লেখালেন স্টার্ক। শুধু তাই নয়, ওয়াকারের রেকর্ড ভেঙে এখন এক পঞ্জিকাবর্ষে সর্বনিম্ন স্ট্রাইকরেট ন্যূনতম ৫০ উইকেট নেয়া বোলার এখন এই অজি বোলার। --- সময়‌নিউজ

স্টার্ক ২০২৫ সালে টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। যদিও এক্ষেত্রে বেশি ম্যাচ খেলেছেন এই অজি তারকা (১১), বিপরীতে ওয়াকার ৫৫ উইকেট নেন ৭ টেস্টে।

এদিকে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন পর্যন্ত শেন ওয়ার্নই রয়েছেন। ২০০৫ সালে ১৫ টেস্ট খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন অজি এই কিংবদন্তি স্পিনার।

চলমান অ্যাশেজে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। ৪ টেস্ট খেলে এরই মধ্যে ২৬ উইকেট নিয়েছেন তিনি। আর অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে। 

যদিও শেষ টেস্ট ইংল্যান্ডের কাছে হেরেছে অজিরা, তবে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে তারা। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়