স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত লড়াই হলো দুই দলের মধ্যে। বাংলাদেশ গোল করে এগিয়ে গেলেও জয় নিয়ে ফিরতে পারেনি। লাতিন-বাংলা সুপার কাপ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আতলেতিকো চার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার (বাফুফে)। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরুতেই মাসুদ রানার গোলে এগিয়ে যায় রেড গ্রিন, দ্বিতীয়ার্ধে আতলেতিকো চার্লোনকে সমতায় ফেরান আলিয়ান সামিয়েন্তো। ম্যাচে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ৭৬ মিনিটে বড় আকার ধারণ করে। আর্জেন্টিনার দলটির দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস ও বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ সমতায় শেষ হয়।
এর আগে, অনূর্ধ্ব-২০ দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতার শুরু মাসুদ-রিফাতরা করেছিলেন ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরে যায়।