স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর লড়াই হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু ভাগ্য সহায়ক ছিলো যুদ্ধ বিধস্ত ফিলিস্তিনের। ফিফা আরব কাপে স্বাগতিক কাতারকে ১–০ গোলের ব্যবধানে হারিয়েছে ফিলিস্তিন। ম্যাচের শেষ মুহূর্তে সুলতান আল ব্রাকের আত্মঘাতী গোলে আসে ফিলিস্তিনের জয়সূচক গোল।
আল বাইত স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি কাতার। আক্রমণে ধারহীনতা আর বারবার সুযোগ নষ্টের খেসারত দিতে হয় স্বাগতিকদের স্টপেজ-টাইমে। ----- যমুনানিউজ
অন্যদিকে, শুরু থেকেই সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফিলিস্তিন। অবশেষে ৯৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।
মোহাম্মদ সালেহের হেড থেকে বল ডিফ্লেক্ট হয়ে সুলতান আল ব্রাকের গায়ে লাগে এবং দিক বদলে কাতারের জালে জড়িয়ে যায়। আর সেই গোলেই মুহূর্তের মধ্যে নিশব্দ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম।