নিজস্ব প্রতিবেদক: প্রথমে কথা উঠেছিলো সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আদতে তেমনটা হচ্ছে না।
ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। ৪দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চিটাগং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল।
যদিও এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা। বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। বিপিএল শুরুর কদিন পরেই নতুন বছর শুরু হবে। এমন সময় সিলেট হয়ে ওঠে উৎসবের নগরী। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে যান সেখানে।
এর ফলে সিলেটে পর্যাপ্ত হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না এই সময়ের। একারণে বাধ্য হয়েই ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে আয়োজকদের। এই বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল ঘনিষ্ঠ একটি সূত্র।
আগেই জানা গেছে বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর থেকে। এর আগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখান থেকে প্রতিটি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে।