শিরোনাম
◈ ফিলিস্তিনকে ৪ পশ্চিমা দেশের স্বীকৃতি, স্বাগত জানাল বাংলাদেশ ◈ একীভূত হচ্ছে এনসিপি-গণঅধিকার, জানালেন রাশেদ খান ◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়া, এশিয়ার কালো টাকার প্রধান গন্তব্য হয়ে উঠছে লন্ডন: সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ ◈ কম প্রস্তুতি নি‌য়েও নারী বিশ্বকা‌পে আত্মবিশ্বাসী বাংলাদেশ দ‌লের কোচ সা‌রোয়ার ইমরান ◈ ফিলিস্তিনকে স্বীকৃতি: বিশ্বকে যে বার্তা দিলো সৌদি আরব ◈ ইসরায়েল-তুরস্ক সংঘাতের সম্ভাবনা: গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক জোটের কৌশল ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার দাবিতে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’, উপ-উপাচার্য হেনস্তার ঘটনায় উত্তেজনা ◈ এনসিপিসহ আরও যে ৬ রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে ◈ কোন উ‌দ্দে‌শে গণঅধিকার পরিষদ ও এনসিপি এক দলে পরিণত হতে চাইছে ◈ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েল কেন ভয় পাচ্ছে? ট্রা‌ম্পের চা‌পে স্বীকৃ‌তি প্রত‌্যাহার কর‌তে পা‌রে ইউ‌রো‌পের দেশগু‌লো

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের কাছে হেরে ফাইনা‌লে খেলা হ‌লো না বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক : ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছ।  রোববার (২১ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। 

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়। 

প্রথম সেটে ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। 

এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ। সোমবার ব্রোঞ্জ পদকের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়