স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জটিল সমীকরণটা সহজ করে দিলো শ্রীলঙ্কা। দুর্দান্ত পারফরমেন্স করে তারা হারিয়ে দেয় আফগানিস্তানকে।
এদিন মোহাম্মদ নবীর শেষের তাণ্ডবে বড় সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। কিন্তু তাদের সব সম্ভাবনা শেষ করে রদন কুশণ মেন্ডিস। মেন্ডিসের ফিফটিতে দুর্দান্ত জয়ে সুপারফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর তাতে পরের রাউন্ডে উঠে গেছে বাংলাদেশও।
আবু ধাবিতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নবীর ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। লক্ষ্য তাড়ায় ১০১ রান করতে পারলেই সুপারফোর নিশ্চিত হতো শ্রীলঙ্কার। তবে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা।
আফগানিস্তান বড় স্কোর করে ফেলার পর বাংলাদেশের সামনে সমীকরণ ছিল দুটো। হয় শ্রীলঙ্কার জয় অথবা ১০০ বা এর কম রানের নীচে তাদের গুটিয়ে যাওয়া।
তবে শুরু থেকেই লঙ্কানদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বোঝাই যাচ্ছিল ১০০ রান ছাড়িয়ে যাবে তারা। তাই বাংলাদেশের সমর্থকদের শেষ পর্যন্ত দেখার বিষয় ছিল আফগান স্পিনারদের সামলে জিততে তারা পারবে কিনা।
পঞ্চম উইকেটে কুশলের সঙ্গে কামিন্দু মেন্ডিসের ২৩ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বচ্ছন্দেই লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠল আসালাঙ্কার দল। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। এক জয়ে আফগানদের পয়েন্ট ২।