শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যাচ রেফা‌রি অ‌্যা‌ন্ডি পাইক্রফট পা‌কিস্তা‌নের কা‌ছে ক্ষমা চাননি

স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপ জন্ম দিচ্ছে একের পর এক নাটক। এবার এলো নতুন তথ্য। পিসিবি দাবি করেছিল, সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। যার কারণে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তবে পিসিবির দাবিকে পুরোপুরি সত্য বলা যাচ্ছে না।

গত দুই দিন ধরে পাইক্রফটকে নিয়ে উত্তেজনা চলছে পিসিবি ও আইসিসির মধ্যে। এশিয়া কাপ থেকে পাইক্রফটকে সরানোর দাবি পিসিবি করলেও সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। যার কারণে আরব আমিরাত ম্যাচ বয়কট করার হুমকি দেয় পাকিস্তান। 

যদিও শেষ পর্যন্ত ম্যাচটি খেলেছে তারা। তবে তারা দাবি করেছে, ম্যাচ শুরুর আগে পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়েছেন। তাই তার দায়িত্ব পালনে পিসিবি কোনো আপত্তি করেনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, পাইক্রফট ক্ষমা চাননি। পিসিবির বিবৃতিতে যে সভার কথা বলা হয়েছে, সেখানে নিজের অবস্থান পরিস্কার করেছেন পাইক্রফট। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। ক্ষমা চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

পিসিবি প্রথমে একটি ভিডিও পোস্ট করেছিল, যাতে দেখা যায়- পাকিস্তানের অধিনায়ক সালমান আগা, ম্যানেজার নাভিদ আকরাম চিমা, কোচ মাইক হেসন এবং আরও দুই-একজন কর্মকর্তার সঙ্গে দুবাই স্টেডিয়াম সংলগ্ন একটি কক্ষে কথা বলছেন পাইক্রফট। পিসিবি দাবি করে, সেখানেই পাইক্রফট ক্ষমা চেয়েছেন।

অবশ্য পিসিবির পোস্ট করা সেই ভিডিওতে কারও কথা শোনা যায়নি। তাই কে কী বলছেন, ওই ভিডিও থেকে সেটা বোঝার উপায় নেই। পাইক্রফটের আচরণেও ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

আইসিসি কোনো বোর্ডের কাছে নতি শিকার করতে রাজি নয়। তারা মনে করছে, কারো চাপে ম্যাচ রেফারিকে সরিয়ে দিলে টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। যা করতে রাজি নয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়