শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২২, ০২:৫৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২২, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের মানচিত্রে নতুন ৩ দেশ, ১ দেশের সদস্যপদ কেড়ে নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের কুলীনকুলে ঢুকতে হলে এখনও অনেক পথ পেরোতে হবে। তবে ক্রিকেটের আঙিনায় উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়ে গেলো আইভরি কোস্ট। বার্মিংহ্যামের বর্ষিক কনফারেন্সে আফ্রিকার দেশটিকে সহযোগী সদস্যের মর্যাদা দেয় আইসিসি।

সুতরাং, এবার থেকে আইভরি কোস্ট শুধু ফুটবলের জন্য বা দিদিয়ের দ্রোগবার জন্য পরিচিত হবে না, বরং আন্তর্জাতিক ক্রীড়ামানচিত্রে তারা ক্রিকেট খেলিয়ে দেশে হিসেবেও পরিচিতি লাভ করে।
আইসিসির কনফারেন্সে এশিয়ার দু’টি দেশকেও সহযোগী সদস্যপদ দেওয়া হয়। কম্বোডিয়া ও উজবেকিস্তান এবার থেকে এশিয়ার ক্রিকেট মানচিত্রে জায়গা করে নেয়।

তিনটি নতুন দেশে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১০৮টি। এদের মধ্যে সহযোগী সদস্যপদ রয়েছে ৯৬টি দেশের কাছে। আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে মোটে ১২টি দেশের হাতে।

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড আইসিসি পূর্ণ সদস্য দেশের মর্যাদা পায়।
কম্বোডিয়া ও উজবেকিস্তানকে মিলিয়ে আইসিসিতে এশিয়ার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫। আইভরি কোস্টকে মিলিয়ে আফ্রিকার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১।

আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য লিস্ট-এ ও টি-২০ ফর্ম্যাটে স্থায়ী ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এবং জুনিয়র ও মহিলা ক্রিকেট দলের উপস্থিতি প্রভৃতি সব রকম যোগ্যতামান পূরণ করে নবাগত ৩টি দেশ।

অপরদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াজগতেও। নেহাৎ কাকতলীয় হলেও এবার ক্রিকেটের আঙিনায় কোণঠাসা হল রাশিয়া। যদিও এর সঙ্গে যুদ্ধ বা রাজনীতির কোনও যোগ নেই। ২০২১-এর বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার ক্রিকেট সংস্থার উপর প্রতিবন্ধকতা জারি করেছিল আইসিসি। এখনও সমস্যার কোনও সমাধানসূত্র খুঁজে বার করতে না পারায় রাশিয়ার সদস্যপদ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়