শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের সা‌বেক ক্রিকেটার আজহার উ‌দ্দি‌নের রাজনৈতিক কেরিয়ারে বিরাট মোড়, ‌পে‌লেন বড় পদ 

স্পোর্টস ডেস্ক : ইডেনে অভিষেক টেস্টেই সেঞ্চুরি। জীবের প্রথম তিনটি টেস্টে শতরান। কব্জির মোচড়ে অফসাইডের বলকে লেগসাইডে পাঠিয়ে দেওয়া। স্লিপে হোক বা পয়েন্ট পাখির মতো শরীর ছুড়ে ক্যাচ ধরা এখনও চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদের।

মহম্মদ আজহারউদ্দিনের রাজনৈতিক কেরিয়ার অন্য দিকে মোড় নিতে চলেছে। কেউ বলতেন আজহার। 

কারও কাছে তিনি আজ্জু। রাজ সিং দুঙ্গারপুর জিজ্ঞাসা করেছিলেন, ''মিয়াঁ কাপ্তান বানোগে?'' তার পরে ভাগ্য বদলে গিয়েছিল হায়দরাবাদির। জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরু হয় তাঁর আরেক অধ্যায়। -- আজকাল

এহেন আজ্জুকে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করেছে কংগ্রেস। নতুন দায়িত্ব পেয়ে আজহার সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে। রাজ্যপাল কোটায় বিধান পরিষদে মনোনীত হন আজহার।

৯৯টি টেস্টেই থেমে যায় আজহারের কেরিয়ার। গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে তাঁকে নির্বাসিত করে বোর্ড। যতটা সাড়া জাগিয়ে কেরিয়ার শুরু করেছিলেন হায়দরাবাদি, শেষটা সেরকম হয়নি। তবে রাজনৈতিক কেরিয়ার যে বড় সড় দিকে মোড় নিল তা বলে দেওয়াই যায়।

তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য হিসেবে রাজ্যপাল কোটায় মনোনীত হয়েছেন অধ্যাপক এম কোদানদারামও। এদিকে বোর্ডের নীতির সমালোচনায় কয়েকদিন আগে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।  ৯ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার বল গড়াবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল।

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে টুর্নামেন্ট। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই ড্রেস রিহার্সাল। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।

এশিয়া কাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে, তাতে ভারত-পাক একবার নয়, তিন বার মুখোমুখি হতে পারে গোটা টুর্নামেন্টে।

এর আগে লিজেন্ডস বিশ্বকাপে দুই প্রতিবেশী দেশের লড়াই বাতিল হয়েছে। যুবরাজ সিং, শিখর ধাওয়ান-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাননি। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে খেলতে না চাওয়ায় তীব্র সমালোচিত হন। 

প্রাক্তন পাক ক্রিকেটাররা বলতে থাকেন, একসঙ্গে খাওয়া বা ঘোরার বেলায় কোনও বাধা নেই। কিন্তু যত সমস্যা হয় খেলার বেলা। এবার এশিয়া কাপে দুই প্রতিবশী দেশ একাধিকবার খেলবে। দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের ক্রিকেট মাঠে দেখা হয় আইসিসি ইভেন্টে, না হয় এশিয়া কাপে। 

বোর্ডের এহেন নীতির সমালোচনায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বোর্ডের কড়া সমালোচনা করে আজহার বলেছেন, ''আমি সব সময়েই বলি, ভারত-পাকিস্তান ম্যাচ হলে সব জায়গাতেই হওয়া উচিত, আর না হলে কোথাও নয়। 

যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, তাহলে আন্তর্জাতিক মঞ্চেও খেলা উচিত নয়।কিন্তু সরকার ও বোর্ড যেটা বলবে, তাই ঘটবে।

এশিয়া কাপে গ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে টিম ইন্ডিয়া। এই লড়াইয়ের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে দুই প্রতিবেশি দেশ মুখোমুখি হওয়ার পরে সুপার ফোরে ফের দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

 ক্রিকেট মাঠে দুই দেশের যা ঐতিহ্য এবং যা শক্তি, তার নিরিখে বিচার করলে ভারত ও পাকিস্তানের সুপার ফোরে না যাওয়াটাই আশ্চর্যের। ফলে সুপার ফোরে এই দুই দেশ ফের মুখোমুখি হবে এশিয়া কাপে। আর সব ঠিকঠাক এগোলে ফাইনালেও পৌঁছতে পারে ভারত ও পাকিস্তান। সেক্ষেত্রে ফাইনালে দেখা হবে দুই দেশের।

 দ্বিপাক্ষিক সিরিজ না খেলে আইসিসি বা এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলার নীতি নিয়ে প্রশ্ন তুললেন আজহার। তিনি বললেন বটে, কিন্তু এ অরণ্যে রোদন ছাড়া কিছু নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়