শিরোনাম
◈ বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত ◈ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবে কাম্য নয়: বুয়েট ভিসি ◈ বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস ◈ ডাকসু নির্বাচনে লড়ছেন  শেরপুরের তিন শিক্ষার্থী ◈ ‘জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’ ◈ লভ্যাংশ দিচ্ছে না ইসলামী ব্যাংক, মুনাফা কমেছে ৮৩% ◈ ৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল ◈ মোংলা বন্দরের রাজস্ব আয়ে রেকর্ড, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ◈ কমিটি প্রত্যাখ্যান করে এবার ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের ◈ দাউদকান্দি মহাসড়কে গরুবাহী ট্রাক থেকে ১৯টি গরু ছিনতাই

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৭ বছ‌রের বাল‌ককে দ‌লে নি‌য়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস 

নিজস্ব প্রতি‌বেদক : দ্বি-পা‌ক্ষিক সি‌রিজ জিত‌তে প্রস্তুত স্বাগ‌তিক বাংলা‌দেশ, প্রস্তুত নেদারল‌্যান্ডসও। সেই ল‌ক্ষ্যে প্রথমবার দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নেমেই সিলেটের ফ্লাইট ধরেছে ডাচরা।

বিসিবি জানায়, বুধবার সকালে নির্ধারিত সময়েই ঢাকায় নামেন স্কট এডওয়ার্ডসরা, পরে অভ্যন্তরীণ ফ্লাইট ধরে তারা সিলেটে যাচ্ছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই হবে পুরো সিরিজ।

মূলত এশিয়া কাপের প্রস্তুতি সামনে রেখে আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি)'র বাইরে সিরিজ আয়োজন করেছে বিসিবি। এই সিরিজের পর পরই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। 

দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার এলেও বাংলাদেশে এর আগে দুই বার খেলতে এসেছে ডাচ দল। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে খেলেছে তারা।

দুই দলের অবশ্য এটিই প্রথম সিরিজ নয়, ২০১২ সালে নেদারল্যান্ডসের মাঠে গিয়ে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তখন বাংলাদেশকে এক ম্যাচে হারিয়েছিলো আইসিসি সহযোগি সদস্য দেশটি। নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে বাকি চারটাই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

৩০ অগাস্ট সিলেটে শুরু হবে সিরিজ, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা  ছয়টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়