স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই বাগ্দান হয়েছে অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দোকের। বিয়ের আগে শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুনের হবু শ্বশুরবাড়িতে কোন্দল শুরু হয়েছে।
সানিয়ার ঠাকুরদা রবি ঘাই নিজের ছেলে গৌরবের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন।
অর্জুন ও সানিয়ার বাগ্দানের খবর প্রকাশ্যে আসার পর জানা গিয়েছিল, সানিয়া রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবারের খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এ ছাড়া দু’টি নামী আইসক্রিম সংস্থার মালিক তারা।
তখনই জানা গিয়েছিল, সানিয়ার বাবা গৌরবের সঙ্গে রবির সম্পর্ক ভাল নয়। এ বার জানা গিয়েছে, ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা।
নিউজ় ১৮’-এর রিপোর্টে জানানো হয়েছে, রবির অভিযোগ, জালিয়াতি করে ব্যবসা নিজের নামে করে নিয়েছেন গৌরব। তাঁর সইয়ের অপব্যবহার করেছেন গৌরব। রবির অভিযোগ, যখন তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল, তখন ব্যবসা সামলাচ্ছিলেন গৌরব। সেই সময়ই তিনি জালিয়াতি করে ব্যবসা নিজের নামে করে নেন। মুম্বই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন রবি। পুলিশ তাঁর বয়ান নিয়েছে। আদালতেই ফয়সলা হবে যে রবি তাঁর ছেলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্যি কি না।
সানিয়া অবশ্য পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। তিনি পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া পশুপ্রেমী।
মুম্বইয়ের মানুষদের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে ‘মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করা হয়। তবে এখনও পর্যন্ত বিশেষ লাভের মুখ দেখেননি।
গত বুধবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্জুন ও সানিয়ার বাগ্দান হয়েছে। তার পরে সচিনের বাড়িতে পুজো ছিল। সেখানেও সানিয়াকে দেখা যায়।
শচীন-কন্যা সারার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। দু’জনের অনেক ছবি রয়েছে সমাজমাধ্যমের পাতায়। কিন্তু তার মাঝেই অশান্তি শুরু অর্জুনের হবু শ্বশুরবাড়িতে।