শিরোনাম
◈ এবার জুয়া কাণ্ড নিয়ে যা বললেন অপু বিশ্বাস! ◈ জন্ম ভারতে, ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হয়ে, ক্রিকেট বিশ্বে এমন নজির বিরল ◈ সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান ◈ রাজ‌নৈ‌তিক দলগু‌লোর মতপার্থক্যের ম‌ধ্যে জুলাই সনদ নিয়ে মীমাংসা কি সম্ভব? ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩ ◈ যে কারণে পা‌কিস্তা‌নের কিংবদন্তী ক্রিকেটার ওয়া‌সিম আক্রামের জেল হ‌তে পা‌রে! ◈ এশিয়া কাপ থেকে নাম তুলে নিলো পাকিস্তান, টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম ◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ থেকে নাম তুলে নিলো পাকিস্তান, টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান ও ওমান। নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপ খেলছে না পাকিস্তান। এই দুই দেশ নাম তুলে নেওয়ায় বাংলাদেশ ও কাজাখস্তানকে স্বাগত জানানো হল টুর্নামেন্টে।

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তান নিজেদের সরিয়ে নিয়েছে টুর্নামেন্ট থেকে। দিলীপ তিরকে সংবাদ সংস্থাকে বলেছেন, ''এশিয়ান হকিতে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। -- আজকাল

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান আসছে না এই টুর্নামেন্ট খেলতে। সরকারের সঙ্গে ব্যক্তিগত কারণের জন্য ওমানও দল পাঠাচ্ছে না।

তিরকে আরও জানান, এশিয়া কাপে খেলছে না পাকিস্তান। পাকিস্তান হকি ফেডারেশন দল পাঠাতে চাইছে না নিরাপত্তার কারণে। আমাদের তরফ থেকে কিছু বলা হয়নি। 

পাকিস্তান তিনবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ১৯৮২ থেকে ১৯৮৯-এর মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপ তিনবার জিতে নিয়েছে তারা। বর্তমানে পাকিস্তান ১৫ নম্বরে। ওমান তিনবার অংশ নিয়েছে টুর্নামেন্টে। কখনও পঞ্চম, কখনও তারও নীচে শেষ করেছে।

পাকিস্তান ও ওমানের পরিবর্তে বাংলাদেশ ও কাজাখস্তান খেলবে। বিশ্ব ক্রমপর্যায়ে বাংলাদেশ ২৯ নম্বরে। কাজাখস্তান আরও পিছনে। বিশ্ব ক্রমপর্যায়ে ৮১ নম্বরে। 

১৯৯৪-এর পর প্রথমবার এশিয়া কাপে অংশ নেবে কাজাখস্তান। এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। হরমনপ্রীত দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্ট হবে রাজগীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়