নিজস্ব প্রতিবেদক : বিসিবির ব্যবস্থাপনায় নারী ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি ঝালিয়ে নিতে আয়োজন করা হয়েছে উইমেনস চ্যালেঞ্জ কাপ ২০২৫।
তবে এবারের টুর্নামেন্টে থাকছে এক ভিন্ন মাত্রা—প্রতিযোগিতায় অংশ নিচ্ছে একটি ছেলেদের দল।আগামী ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিকিএসপিতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় থাকবে বাংলাদেশ নারী দল রেড, বাংলাদেশ নারী দল গ্রিন এবং বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দল।
পুরো আসরে দলগুলো রাউন্ড রবিন পদ্ধতিতে মুখোমুখি হবে। নারী দলগুলো একে অপরের বিপক্ষে যেমন খেলবে, তেমনি অনূর্ধ্ব–১৫ ছেলেদের দলের বিপক্ষেও মাঠে নামবে তারা। প্রতিটি ম্যাচ সকাল ৯টায় শুরু হবে।
এর আগে বিশ্বকাপের প্রস্তুতি নিতে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্পে ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কয়েক দিন বিশ্রাম নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ক্যাম্প। কিন্তু নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে ম্যাচ খেলার বিকল্প ছিল না। তাই আন্তর্জাতিক ম্যাচ না থাকায় নিজেদের মধ্যে খেলতে যাচ্ছে দল।
এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। শ্রীলঙ্কাতে হবে লঙ্কান দল ও পাকিস্তানের সবগুলো ম্যাচ। আর কলম্বোতে ২ অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।