শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবর আজম ও রিজওয়ানকে ক্রিকেট ছে‌ড়ে শুধু বিজ্ঞাপন করতে বললেন বা‌সিত আলী

স্পোর্টস ডেস্ক : হতাশার কথাই, ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান। যেখানে ব্যাট হাতে ব্যর্থ দলের দুই অন্যতম ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি। -- ডেই‌লি ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। জেতা ম্যাচে বাবরের ব্যাটে ৬৪ বলে ৪৭ রান, রিজওয়ানের ৬৯ বলে ৫৩।

তবে বাকি দুই ম্যাচে বেশ হতাশই করেছেন। বাবর একটায় 'ডাক' মেরেছেন, অন্যটায় ২৩ বলে ৯ রান। রিজওয়ান এক ম্যাচে ৩৮ বলে করেন ১৬ রান, বাকি ম্যাচে ফেরেন প্রথম বলে আউট হয়ে।

দুই তারকার সমালোচনা করে ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, 'ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।'

ব্যাটিং কোচের কথা শুনলেও আমলে নেন না বাবর-রিজওয়ান এমন অভিযোগ সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিতের।

তিনি যেমনটা বলছিলেন, 'ওরা কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।

এশিয়া কাপ কড়া নাড়ছে দুয়ারে। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার কমতি নেই। তবেJ বাসিত প্রার্থনা করেন এই দুই দলের ম্যাচ যেন বাতিল হয়। আর তা তে লজ্জার হাত থেকে বাঁচতে পারবে পাকিস্তান।

তার ভাষায়, 'আমি প্রার্থনা করি যে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভারত না খেলে, যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে (সাবেকদের আসর) তারা খেলেনি। খেললে ওরা এমনভাবে আমাদের পেটাবে, আপনাদের ধারণার বাইরে তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়